Saturday, October 2, 2010

CUPID_poems_কবিতা

নীরব শব্দমালা
by হাসানুল কবীর

আকাশ পানে দু'হাত তুলে
ডাকি তোমার নামটি ধরে,
মনের গভীর ক্ষতগুলো
অশ্রু হয়ে দু'চোখ ভরে।
পা দুটি না ভার সহে মোর
এ কাহিনী এমন রাতের-
যার কখনো হবে না ভোর।।




সেই কবে চাঁদ উঠেছিল
শুনেছিলাম হৃদয়ের আহবান,
শুকিয়ে যাওয়া হৃদয় নদীকূলে
ডেকেছিল বুঝি বান।
কেন ভুলতে পারো না আজো সে কথা
আমার এই পোড়া প্রাণ।।

!!!!kaktarua!!!!

its kaktarua you can now go with this.............

!!!!cupid!!!!

Hi, frds here you can do anything , anytime.............
বন্ধুরা, তোমরা এখানে যেকোনো কিছু যেকোনো সময়ে করতে পার................