Saturday, October 2, 2010

CUPID_poems_কবিতা

নীরব শব্দমালা
by হাসানুল কবীর

আকাশ পানে দু'হাত তুলে
ডাকি তোমার নামটি ধরে,
মনের গভীর ক্ষতগুলো
অশ্রু হয়ে দু'চোখ ভরে।
পা দুটি না ভার সহে মোর
এ কাহিনী এমন রাতের-
যার কখনো হবে না ভোর।।




সেই কবে চাঁদ উঠেছিল
শুনেছিলাম হৃদয়ের আহবান,
শুকিয়ে যাওয়া হৃদয় নদীকূলে
ডেকেছিল বুঝি বান।
কেন ভুলতে পারো না আজো সে কথা
আমার এই পোড়া প্রাণ।।

1 comment: